তুমি কী স্বপ্ন দেখে গড়াগড়ি খাও
কী স্বপ্ন দেখেছো! রাতের অন্ধকার দেখেছো ?
চাঁদের ভরা জ্যোৎস্না দেখেছো ?
ঘন গভীর পত্রপল্লবে জ্যোৎস্নার লুটিয়ে পড়া দেখেছো ?
চাঁদকে ম্লান হতে দেখেছো ?
চাঁদকে মেঘে ঢেকে যেতে দেখেছো ?
না তোমার সাথে আড়ি
তুমি এসবে না জড়িয়ে বড্ড ইট কাঠ হয়ে পড়েছো
আমি স্বপ্ন দেখে দেখে রাত কাঁটতে চাই,
আলো আধাঁরের ভাগাভাগির ভোর দেখতে চাই,
সকালের লাল সূর্য দেখতে চাই,
দুপুরের তপ্ত রোদ্র অশ্বথ গাছের ছায়ায় বসতে চাই,
আমি ভরদুপুরে পুকুরে সাঁতার কাটতে চাই,
গরুর গোসল দেখে প্রাণ ভরে হাসতে চাই
মাঠ ভরা ফসলের মাঠে দৌড়াতে চাই
সন্ধ্যায় অবসাদ নিয়ে বাড়ি ফিরে যেতে চাই।