আমার স্বাধীনতা ফিরিয়ে দাও বলছি
না হয় তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো
হাজার বছরের কারাদন্ড দেব,
তোমাকে নির্জন দ্বীপে ফেলে দিয়ে আসবো।
আমার ছেলেবেলায় ফিরে যেতে চাই
হাসতে চাই, খেলতে চাই, ফড়িং এর পিছনে দৌড়াতে চাই,
আজ বাধা দিও না, আমি কোন বাধাই মানবো না।
আমি সকাল দেখতে চাই
সন্ধ্যায় মেঠোপথে হারিয়ে যেতে চাই,
আমি আকাশ ভরা তারা দেখতে চাই
শিয়ালের ডাক শুনতে চাই
ধু-ধু মাঠ দেখতে চাই
নদীর উথাল-পাতাল ঢেউ দেখতে চাই।
আজ আমি উদ্দাম, সাহসী বীর যোদ্ধা
আমাকে রুখবে কে!!
আমি স্বাধীনতা চাই!
আমি স্বাধীনতা নিয়ে ঘুমাতে চাই।