আমার কর্মব্যস্ততা আমার অহংকার
কর্ম আমার প্রেরণা
সময়ের আবর্তে কর্ম দিয়েছে নিরাপত্তা,
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য
আমি কর্মকে সম্মান করি
কর্ম দিয়েছে আমার পরিচিতি ও ব্যক্তিত্ব
করেছে আমার স্বরূপ উন্মোচন
কাল থেকে কালে, যুগ থেকে যুগে
এই অহংকারে অনেকেই ঈর্শান্বিত
আমি তোমাকে জানাই হাজার সালাম
তুমি আমাকে ধারণ করেছো, এগিয়ে দিয়েছো
তোমার ভেলায় চড়ে আমি আজ বিজয়ী
জয়ের মালা আমার গলায়
আমি তোমাকে হারাতে চাই না
আমি তোমাকে ধারণ করে বাঁচতে চাই।