নীলঞ্জনা তুমি হিমশীতল
তুমি কালবৈশাখী
সমুদ্রের উত্তাল ঢেউ
তুমি অমবস্যার অন্ধাকার
শীতের ঘন কুয়াশা
তুমি প্রলয়কর ভূমিকম্প
টেনে হিছড়ে কর সব একাকার
তোমার অহংকার আকাশচুম্বী
ভূতলের প্রতি তোমার যত অবজ্ঞা
জীবন বাঁচে কিন্তু মাটিতে
শেষও হয় মাটিতে
তোমার রুদ্রমূর্তির হোক অবসান।
