আমি তোমাদের কল্যাণের জন্য সময় দেই
আমার হাজার হাজার ঘন্টার ফল তুলে দিই তোমাদের
তোমরা আমাকে কৌশলে কাবু করো না
কর্ম দিয়ে ফসল ফলাও
হাজারো কাজ পড়ে আছে তোমাদের অপেক্ষায়
তোমরা তা করে আমাকে ফল দাও
অযথা আমায় চোখ রাঙিওনা
রক্তচক্ষু এড়িয়ে আমি অনেক দূরে চলে যাবো
সেখানে শুধুই স্বাধীনতা আর স্বাধীনতা
আমি খাচ্ছি, দাচ্ছি আর হাসছি
আমার ভুল ধরার আজ কেহ নেই
আমি শুধুই আমি
মানুষের আয়ু কত বছর!
তা স্বাধীনতা দিয়ে উপলব্ধি করতে চাই
আমি পরাধীনতা নিয়ে এখনই বিদায় হতে চাই।