আমি এক ব্রতী সৈনিক
তিতুমীরের দলের সহযোদ্ধা
আমি আমার সাহসীকতার কেতন হারাতে চাই না
আমি মাঠ থেকে পালাতে পারবো না
আমি স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদের সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে কত যুদ্ধ করেছি
আমি ভিরু নই, কাপুরুষ নই।
আমি সবলকে আঘাত করি
টগবগে যোদ্ধার সাথে লড়তে পছন্দ করি
আমি দুর্বলকে ক্ষমা করি
দুর্বলের সাথে লড়াই পুরুটাই কাপুরুষতা
আমি হীন দুর্বলকে দেখে অশ্ব থামিয়ে পথ দি
আমি হুংকার দিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ি
প্রাণ দিতে এসেছি শির নত করতে নয়
হয় মাঠে শির পড়ে যাবে
নতুবা বিজয় কেতন উড়িয়ে যাবো
এ আমার চিরন্তন অহংকার।